
বাংলাদেশ দলের ব্যাটার মুমিনুল হক বুধবার বিকেএসপিতে জানিয়েছেন, সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের উন্নতি পর্যাপ্ত হয়নি। তিনি মনে করেন, ব্যাটিং ইউনিটের দায়েই আরও ভালো ফলাফল আসেনি।
মুমিনুল বলেন, “গত কয়েক বছরে বোলারদের কৃতিত্বেই উন্নতি হয়েছে, তবে ব্যাটিং ইউনিটের ব্যর্থতা বাধা হয়ে দাঁড়িয়েছে।” তিনি আরও জানান, “আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতলে হয়তো বলতাম চক্রটা ভালো ছিল।”
বাংলাদেশ গত টেস্ট চক্রে সাত নম্বরে থেকে শেষ করেছে, তবে মুমিনুল মনে করেন আরও দুটি ম্যাচ জিততে পারলে র্যাঙ্কিং উন্নতি হতে পারতো। তিনি বলেন, “ব্যাটাররা আরও দায়িত্বশীল হলে আমরা টেস্টে আরও ভালো করতে পারব।”
এ মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট হবে, প্রথম ম্যাচ ২০ এপ্রিল সিলেটে এবং দ্বিতীয় ম্যাচ ২৮ এপ্রিল চট্টগ্রামে। মুমিনুলের আশা, এই সিরিজে জয়ই আসবে।