
নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ১০১ রানের ঝলমলে ইনিংসে ভর করে বাংলাদেশ গড়ে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর—৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান।
লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার তানজিম দ্রুত আউট হলেও ফারজানা হক (৫৩) ও শারমিন আক্তারের (৯৪*) দৃঢ়তায় দাঁড়িয়ে যায় ইনিংসের ভিত। জ্যোতির ৮০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০১ রানের ইনিংস টাইগ্রেসদের দেয় বড় সংগ্রহের আত্মবিশ্বাস।
থাইল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মায়া, পুত্তাংয়ু ও কামছম্পু।