
ইংলিশ প্রিমিয়ার লিগে উঠার দৌড়ে বড় ধাক্কা খেল শেফিল্ড ইউনাইটেড। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নশিপে মিলওয়ালের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা।
হারের ফলে ৪১ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৮৩, নেমে গেছে টেবিলের তৃতীয় স্থানে। শীর্ষে থাকা লিডস ও বার্নলির পয়েন্ট ৮৫।
ম্যাচের ২১ মিনিটে ডিফেন্ডার জ্যাক রবিনসনের ভুলে গোল হজম করে শেফিল্ড। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
মাঝমাঠে হামজা চৌধুরী ছিলেন দুর্দান্ত—৩টি গ্রাউন্ড ডুয়েল, ৪টি এরিয়াল ডুয়েল জয়, ২ ট্যাকল ও ৪৩টি সঠিক পাস করেছেন তিনি। তবে ৬৫ মিনিটে আক্রমণ বাড়াতে তাকে তুলে নেন কোচ।
এখন শেফিল্ডের সামনে বাকি ৫ ম্যাচ, যার একটি বার্নলির বিপক্ষে। সব ম্যাচ জিতলেই প্রিমিয়ার লিগে জায়গা করে নিতে পারবে তারা।