
প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিকের অর্থ না পাওয়ায় পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা তাদের অনুশীলন বয়কট করেছেন। আজ (৯ এপ্রিল) বসুন্ধরা ঢাকা প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দলের খেলা ছিল না, এবং মিরপুরে তাদের অনুশীলন শিডিউল থাকলেও খেলোয়াড়রা এতে অংশ নেননি।
দলটির এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “লিগ প্রায় শেষের দিকে, কিন্তু আমাদের যে পারিশ্রমিক পাওয়ার কথা ছিল তা আমরা পাইনি। এজন্য আজ আমরা অনুশীলন করিনি, শুধু জিম করেছি।” তবে তিনি জানান, সমস্যা মিটে গেছে এবং “সবাই কিছু কিছু টাকা পেয়েছে, বাকি যেটা ছিল তা নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছিল, কিন্তু এখন আর সমস্যা নেই।”
ডিপিএল পয়েন্ট টেবিলে পারটেক্স স্পোর্টিং ক্লাব সুবিধাজনক অবস্থানে নেই। ১২ দলের টুর্নামেন্টে ৯ রাউন্ড শেষে তারা মাত্র ২ জয়ে টেবিলের ১১ নম্বরে রয়েছে, অর্থাৎ রেলিগেশনের শঙ্কা কাটাতে পারেনি দলটি।
এখনো পর্যন্ত খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে, তবে বর্তমানে বিষয়টি সমাধান হয়ে গেছে বলে দাবি করেছেন দলটির সদস্যরা।