
মাত্র ২১টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলা, আন্তর্জাতিক অভিষেক হয়নি—তবুও আইপিএলে নিজের জাত চিনিয়ে দিয়েছেন প্রিয়াংশ আরিয়া। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ৪২ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলে গড়েছেন ইতিহাস।
১৯ বলে হাফ সেঞ্চুরি, ৩৯ বলে সেঞ্চুরি করে আইপিএলের দ্রুততম সেঞ্চুরির তালিকায় যুগ্মভাবে চতুর্থ এবং ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম তিনি। ইনিংসে ছিল ৭টি চার ও ৯টি ছক্কা।
দিল্লি প্রিমিয়ার লিগে এক ওভারে ছয় ছক্কা মেরে আলোচনায় আসা এই ব্যাটারকে ৩.৮ কোটি রুপিতে দলে নেয় পাঞ্জাব কিংস। শুরুতে ২৩ বলে ৪৭ রান করা আরিয়া দুই ম্যাচে ব্যর্থ হলেও এবার বাজিমাত করেছেন।
তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সূর্যকুমার যাদব ইনস্টাগ্রামে লেখেন, “কী দুর্দান্ত ব্যাটিং! চোখের শান্তি।” ভারতের ব্যাটিং ভবিষ্যৎ হয়ে উঠছেন এই ২৪ বছর বয়সী তরুণ।