
বলিউড অভিনেত্রী ও বিজেপির প্রার্থী কঙ্গনা রানাওয়াত হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারকে বিদ্যুৎ বিল ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেছেন। সম্প্রতি এক রাজনৈতিক সভায় তিনি বলেন, মানালির বাড়িতে না থেকেও তার নামে এক লাখ টাকার বিদ্যুৎ বিল এসেছে।
বলিউড অভিনেত্রী কঙ্গনা বলেন, “আমি থাকি না, অথচ বিল এসেছে এক লাখ টাকা। কী ভয়াবহ অবস্থা! লজ্জা পাই এসব দেখে।” তিনি আরও বলেন, “এরা নেকড়ে। আমাদের রাজ্যকে এদের হাত থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব।”
উল্লেখ্য, বলিউড অভিনেত্রী কঙ্গনা বর্তমানে হিমাচলের মান্ডি লোকসভা আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও তিনি এখন সক্রিয়।