
বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে পৌঁছেছেন এবং লাহোর কালান্দার্স তার জন্য উষ্ণ অভ্যর্থনা আয়োজন করেছে। লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও স্বত্বাধিকারী সামিন রানা তাকে বরণ করতে যান, সঙ্গে ছিলেন সিকান্দার রাজা।
রিশাদ তার ফেসবুকে অভ্যর্থনার ভিডিও শেয়ার করেন, যেখানে সিকান্দার রাজা তাকে ভাঙা বাংলায় প্রশ্ন করেন, “তুমি মার বন্ধু হবে?” এরপর সামিন রানা তাকে উর্দুতে কথা বলার জন্য উৎসাহ দেন।
লাহোর কালান্দার্সের প্রথম ম্যাচ পিএসএল-এ হবে ১১ এপ্রিল, যেখানে তারা ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলবে।