
লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া বহু বছর আর্জেন্টিনার জার্সিতে একসঙ্গে খেলেছেন, তবে কোপা আমেরিকা শেষে দি মারিয়ার অবসর গ্রহণের পর তাদের আর একসঙ্গে মাঠে দেখা যায়নি। তবে এবার ইন্টার মিয়ামিতে তাদের একসঙ্গে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
দি মারিয়া বর্তমানে বেনফিকায় খেললেও, ইন্টার মিয়ামি তাকে দলে নিতে চাচ্ছে। তবে দলের বেতনের সীমাবদ্ধতার কারণে প্রথম পছন্দ কেভিন ডি ব্রুইনা হলেও, দি মারিয়া হতে পারে বিকল্প।
এছাড়া, তিনি মিয়ামিতে বাড়ি দেখেছেন, তবে ইউরোপে আরও এক বছর থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। এর ফলে, মেসি ও দি মারিয়াকে একসঙ্গে মাঠে দেখতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।