
প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আইমা বেগ। আগামী ১১ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য ইয়ামাহা মোটরসাইকেলসের মেগা ইভেন্টে অংশ নেবেন তিনি। রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ শীর্ষক অনুষ্ঠানে গানে মাতাবেন আইমা। ইয়ামাহা বাংলাদেশের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০১৬ সালে ‘লাহোর সে আগে’ সিনেমার মাধ্যমে প্লেব্যাক শুরু করেন আইমা বেগ। এরপর ‘কালাবাজ দিল’ গানটির জন্য পেয়েছেন লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা।
তার গাওয়া ‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’, ‘গ্রুভ মেরা’ গানগুলো পাকিস্তানসহ আন্তর্জাতিক অঙ্গনেও জনপ্রিয়তা পায়। কোক স্টুডিও পাকিস্তানের একাধিক মৌসুমে অংশ নেওয়া এই গায়িকা পিএসএলের থিম সংয়েও কণ্ঠ দিয়েছেন আতিফ আসলাম ও আলী জাফরের সঙ্গে।
এবার ঢাকায় সরাসরি তার কণ্ঠে গান শুনতে পারবে বাংলাদেশের দর্শক।