নায়িকা সংকটে ঢাকাই সিনেমা বাড়ছে কলকাতার তারকাদের প্রভাব

নায়িকা সংকটে ঢাকাই সিনেমা বাড়ছে কলকাতার তারকাদের প্রভাব

বিনোদন

বছরে প্রায় অর্ধশতাধিক সিনেমা মুক্তি পেলেও দর্শকপ্রিয় নায়িকার অভাবে ঢাকাই সিনেমায় ক্রমেই কমছে দর্শক আগ্রহ। একসময়কার জনপ্রিয় নায়িকারা আজ বেকার কিংবা বিতর্কে জড়ানো, নতুনদেরও কেউই তেমন আলোচনায় নেই।

অপু বিশ্বাস এখন বেশি ব্যস্ত ইউটিউবে, মাহিয়া মাহি রাজনীতি ঘুরে ফিরে এলেও হারিয়েছেন জনপ্রিয়তা। পরীমনি, নিপুণসহ অনেকে বিতর্কে জড়ানোয় অভিনয় থেকে দূরে। অন্যদিকে টিভি থেকে আসা তুষি, স্পর্শিয়া, বাঁধন, ঐশীরা অনেকেই কাজ পাচ্ছেন না।

এই ফাঁকেই ঢাকাই সিনেমায় জায়গা করে নিচ্ছেন কলকাতার নায়িকারা। বিশেষ করে উৎসবকেন্দ্রিক সিনেমায় বাড়ছে তাদের উপস্থিতি। সংশ্লিষ্টদের আশঙ্কা, এভাবে চললে দেশের নায়িকাদের ভবিষ্যত আরও সংকটে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *