
হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বাকি অংশ থেকে ছিটকে গেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। তার জায়গায় দলের নেতৃত্বে এসেছেন তাওহিদ হৃদয়, আর অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই এনে দিলেন দারুণ এক জয়।
রোববার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান ৫ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ম্যাচে ৫৭ রানের কার্যকর ইনিংস খেলেন হৃদয়।
ম্যাচ শেষে হৃদয় বলেন,
“মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা আজকের জয়টি তামিম ইকবাল ভাইকে উৎসর্গ করছি। আমরা আপনাকে মিস করেছি।”
গত ২৪ মার্চ টসের পর হঠাৎ হার্ট অ্যাটাক হয় তামিমের। পরে তার হার্টে ব্লক ধরা পড়লে বসানো হয় স্টেন্ট। এখন বাসায় বিশ্রামে থাকলেও, আগামীকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে তামিমের।