গোল করে দল বাঁচালেন মেসি, টরেন্টোর সঙ্গে ড্র ইন্টার মিয়ামির

খেলা

লিওনেল মেসির খেলা নিয়ে আগে থেকেই ছিল সংশয়। ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাসচেরানো কিছু না বলায় ধোঁয়াশা আরও বেড়ে যায়। তবে মেজর লিগ সকারে (এমএলএস) টরেন্টোর বিপক্ষে মাঠে নেমে পুরো সময় খেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার। গোলও করেছেন, দলকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ এক পয়েন্ট।

চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টরেন্টোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়েই গোল করে দলকে সমতায় ফেরান মেসি। ম্যাচের ৪৫+২ মিনিটে টরেন্টোর হয়ে ফেদেরিকো বার্নারদেস্কি এগিয়ে দিলেও ৪৫+৫ মিনিটে তেলাস্কো সেগোভিয়ার পাস থেকে দুর্দান্ত শটে সমতা আনেন মেসি।

এই ম্যাচে জিততে পারেনি মিয়ামি, তবে ড্র করেও গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করেছে। ফলে ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিয়ামি। শীর্ষে রয়েছে কলম্বাস ক্রু, তাদের সংগ্রহ ৭ ম্যাচে ১৫ পয়েন্ট।

এদিকে ১০ এপ্রিল কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে মাঠে নামবে মিয়ামি। প্রথম লেগে ১-০ গোলে হারা মিয়ামির সামনে এবার বাঁচা-মরার লড়াই। মেসিকে সেদিন কতটা ফিট রাখা যাবে, সেটিই এখন বড় প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *