ফিলিস্তিনিদের পাশে ঢালিউড তারকারা: সংহতি জানালেন শাকিব, সিয়াম ও জয়া আহসান

বিনোদন

গাজার মানুষের জন্য কাঁদছে সারা বিশ্বের কোটি মানুষের হৃদয়। ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ ও ধর্মঘট। বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন অঙ্গনের তারকারাও গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে একযোগে কণ্ঠ মিলিয়েছেন।

ঢালিউড সুপারস্টার শাকিব খান সামাজিক মাধ্যমে একটি পোস্টে লেখেন,
“গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে— সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা। তাদের পাশে আছি— ভালোবাসা, সংহতি আর শান্তির প্রত্যাশায়।”

অভিনেতা সিয়াম আহমেদও একাত্মতা প্রকাশ করেছেন। নিজের “ফ্রি প্যালেস্টাইন” স্যুট পরা একটি ছবি পোস্ট করে বলেন,
“আমি যখন এই পোস্ট লিখছি, ততক্ষণে গাজার অস্তিত্ব কী মুছে গেছে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব?”

অভিনেত্রী জয়া আহসান ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন,
“দক্ষিণ গাজায় ইসরাইলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। ইসরাইল যে হৃদয়হীন গণহত্যা চালিয়ে যাচ্ছে, এটি তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।”

গাজায় ইসরাইলি বাহিনীর এই হত্যাযজ্ঞে শুধুমাত্র গত ২০ দিনেই প্রাণ হারিয়েছে ৫০০-র বেশি শিশু। হত্যা করা হচ্ছে নারী, চিকিৎসক, সাংবাদিক, এমনকি উদ্ধারকর্মীদেরও। ফিলিস্তিনিদের এই নিপীড়নের বিরুদ্ধে রাস্তায়, সামাজিক মাধ্যমে, আর অন্তরে জেগে উঠছে প্রতিবাদ আর সংহতির বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *