
তিনটি ভিন্ন ধারায় আইসিসির লিগ্যাল ও দুর্নীতিদমন বিভাগ অভিযোগ তুলেছিল নাসির হোসেনের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে শাস্তিও পেয়েছিলেন এই অলরাউন্ডার। দীর্ঘদিন পর অবশেষে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এখন নাসিরের মাঠে ফিরতে আর কোনো বাধা নেই।
সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নামেন নাসির। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে বল হাতে দেখিয়েছেন চেনা ছন্দ। যেখানে দলের অন্যান্য বোলাররা রান খরচ করছিলেন, সেখানে নাসির ১০ ওভারে মাত্র ৩১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তার স্পেলেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি হয়েছিল।
নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথমে আবাহনীর সঙ্গে যোগাযোগ হয় নাসিরের, কিন্তু আর্থিক কারণে চুক্তি হয়নি। এরপর রূপগঞ্জ টাইগার্সে নাম লেখান তিনি। এ বিষয়ে নাসির বলেন, “আমি ম্যাচ খেলতে চাই, তাই ছোট দলে এসেছি। টানা তিন ম্যাচ খেলতে পারলে ভালো করার সুযোগ থাকবে, তখন জাতীয় দলের দিকেও তাকানো যাবে।”
রূপগঞ্জ টাইগার্স যদি রেলিগেশন লিগ খেলতে বাধ্য হয়, তবে মোট পাঁচটি ম্যাচে মাঠে নামতে পারবেন নাসির। উল্লেখ্য, ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে অংশ নিয়ে একটি আইফোন উপহার হিসেবে পেয়েছিলেন নাসির, যা গোপন করায় আইসিসির তদন্তের মুখে পড়েন তিনি। পরে দোষ স্বীকার করলে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আজ থেকে আবার সব ধরনের ক্রিকেট খেলতে পারবেন জাতীয় দলের হয়ে ১১৫ ম্যাচ খেলা এই ব্যাটিং অলরাউন্ডার।