
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছাড়পত্রও পেয়ে গেছেন তিনি।
আজ মিরপুরে সংবাদমাধ্যমকে রিশাদ বলেন, “বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়েছি। এখন চেষ্টা করব ভালো কিছু করার। চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চাই।”
এর আগে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জয়ে ভূমিকা রেখেছেন রিশাদ। যদিও এর আগে কানাডার গ্লোবাল লিগ ও বিগ ব্যাশে সুযোগ পেলেও খেলা হয়নি তার। পিএসএলে খেলাকে নিজের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন তিনি।
এবারের পিএসএলে রিশাদ ছাড়াও ছাড়পত্র পেয়েছেন লিটন দাস ও নাহিদ রানা। লিটন খেলবেন করাচি কিংস এবং নাহিদ পেশোয়ার জালমির হয়ে।
লাহোর কালান্দার্সের প্রথম ম্যাচ ১১ এপ্রিল, প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। পরদিন মাঠে নামবে লিটন ও নাহিদ।