
গৃহকর্মীকে মারধরের অভিযোগে ঢালিউড অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে শুক্রবার রাতে ফেসবুক লাইভে আসেন পরীমনি। সেখানে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, গৃহকর্মী পিংকী আক্তার তার বাসার কেউ নন এবং তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
স্ট্যাটাসে তিনি লেখেন, গৃহকর্মী যেমন নির্যাতিত হয়, তেমনি অনেক সময় গৃহকর্ত্রীরাও গৃহকর্মীদের দ্বারা হয়রানির শিকার হন। তিনি জানান, তার বাসায় সিসি ক্যামেরা বসানো আছে শুধুমাত্র মিথ্যা হয়রানি এড়ানোর জন্য।
ন্যান্সি লেখেন, বছর দশেক আগে তার বাসার এক গৃহকর্মী দারোয়ানের সঙ্গে পালিয়ে গেলে পরিবার গুমের অভিযোগ তোলে এবং টাকা দাবি করে। পরে পুলিশি সহায়তায় গৃহকর্মীকে উদ্ধার করা হয়।
তিনি আরও লেখেন, দুই বছর আগে তার বিয়ের গহনা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক গৃহকর্মী চুরি করে। পরে আবার নির্যাতনের অভিযোগ তোলে। সিসি ক্যামেরার কারণে তিনি রক্ষা পান।
ন্যান্সি জানান, গৃহকর্মীদের খুশি করা খুব কঠিন, মন চাইলেই কাজে আসে, না চাইলেই আসে না। রান্নার কাজের লোক নানা সুযোগ সুবিধা নেওয়ার পরও লাখ টাকা দাবি করে। এসব কারণে গত ১০ মাস তিনি নিজেই রান্না করছেন।
তিনি বলেন, কর্মজীবী নারীদের সন্তানদের জন্য গৃহকর্মীর প্রয়োজন হয়। প্রত্যেকবার আশায় বুক বাঁধলেও বাস্তবে খুব কম সময়ই সেই আশা পূরণ হয়।
সংবাদমাধ্যমকে উদ্দেশ করে তিনি বলেন, নির্যাতিতার পরিচয় শুধু গৃহকর্মী নয়, গৃহকর্ত্রীও হতে পারেন। সংবাদ প্রকাশে আরও সংবেদনশীল হওয়া উচিত।
শেষে তিনি লেখেন, “পরীমনির মতো তারকাদের ঘাড়ে ভর করে আর কত শিরোনাম বেচবেন? আপনাদেরও নিশ্চয়ই কিছু দায় আছে, তাই না?”