
বোটক্লাবকাণ্ডে আলোচনায় আসা ঢালিউড অভিনেত্রী পরীমনি এবার গৃহকর্মী পিংকী আক্তারকে মারধরের অভিযোগে বিতর্কে জড়িয়েছেন। অভিযোগের ভিত্তিতে থানায় জিডি হয়েছে এবং পুলিশ প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানিয়েছে।
গত ২ এপ্রিল পরীমনির বাসায় মারধরের শিকার হন পিংকী। তিনি জানান, পরীমনির মেয়েকে খাবার খাওয়ানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরীমনি তাকে বেধড়ক মারধর করেন। এতে তার চোখে আঘাত লাগে এবং তিনি অচেতন হয়ে পড়েন। পরে ৯৯৯-এ ফোন করে তিনি পুলিশি সহায়তা নেন।
ঘটনার পর ফেসবুক লাইভে এসে পরীমনি দাবি করেন, পিংকী তার গৃহকর্মী নন এবং তিনি মিডিয়া ট্রায়ালের শিকার। তবে পুলিশ বলছে, ঘটনাটির সত্যতা মেলেছে।
এর আগেও পরীমনি বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। ২০২১ সালে বোটক্লাবের ঘটনায় ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন তিনি, যদিও পরবর্তীতে মামলার তদন্তে নানা বিপরীত তথ্য উঠে আসে। একই বছর পরীমনির বাসায় অভিযান চালিয়ে মদ উদ্ধারের ঘটনায় গ্রেফতার করে র্যাব।
বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। চলতি বছরের শুরুতে হাজির না হওয়ায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।