
এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’ দর্শকপ্রিয়তা পেয়েছে শুরু থেকেই। দর্শকদের অনেকেই সিনেমাটিতে সিয়ামের লুক ও পারফরম্যান্সকে দক্ষিণ ভারতীয় নায়কদের সঙ্গে তুলনা করছেন।
এবার জানা গেল, ‘জংলি’ সিনেমার রিমেক স্বত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ ভারতীয় দুই জনপ্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রি— মালয়ালাম ও তেলেগু। এমনটাই জানিয়েছেন সিনেমাটির প্রযোজক ও টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।
তিনি বলেন, “পোস্ট-প্রডাকশনের সময় মালয়ালাম ও তেলেগু ইন্ডাস্ট্রির একটি প্রডাকশন হাউস সিনেমার রাফ কাট দেখে রিমেক রাইটস নেওয়ার আগ্রহ দেখায়। চলতি সপ্তাহের মধ্যেই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে আশা করছি।”
জাহিদ হাসান অভি আরও জানান, “এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। এর আগে বাংলাদেশি সিনেমাগুলোর ডাবিং ভার্সন বিদেশে গেলেও, এবারই প্রথম কোনো সিনেমার রিমেক স্বত্ব কিনতে আগ্রহ দেখাচ্ছে দক্ষিণ ভারতের কোনো প্রডাকশন হাউস।”
এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটিতে সিয়াম আহমেদের পাশাপাশি অভিনয় করেছেন শবনম বুবলী, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু।