
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার (৮ এপ্রিল) দেশ ছাড়বেন তিনি।
গত ২৪ মার্চ সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি হন তামিম। সেখানে হার্টে ব্লক ধরা পড়ায় দ্রুত রিং পরানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক উন্নতি হলে দুই দিন পর বাসায় ফেরেন এই ক্রিকেটার।
তামিম বর্তমানে বিশ্রামে থাকলেও হৃদ্রোগ সংক্রান্ত বিস্তারিত পর্যালোচনার জন্য এবার সিঙ্গাপুরে যাচ্ছেন। শুরুতে থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা থাকলেও পরিবারের সিদ্ধান্তে গন্তব্য পরিবর্তন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৭ এপ্রিল সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম। সেইসঙ্গে সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি।