
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া নাটকগুলোর মধ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’ এখন ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ঈদের দিন (৩১ মার্চ) মুক্তির পর মাত্র চার দিনেই নাটকটি দেখা হয়েছে ৫০ লাখের বেশি বার।
যৌথ পরিবারের সম্পর্ক, আবেগ ও ঈদের আনন্দকে ঘিরে তৈরি এই নাটক দেড় ঘণ্টা দৈর্ঘ্যের হলেও দর্শকদের মন ছুঁয়ে গেছে মুহূর্তেই। ফারহান আহমেদ জোভান অভিনীত ‘রাতুল’ চরিত্র এবং তানজিম সাইয়ারা তটিনী অভিনীত ‘তুলি’ চরিত্রের রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়েছে।
দেশ-বিদেশের অসংখ্য প্রবাসী দর্শক নাটকটি দেখে আবেগে ভেসেছেন। ইউটিউবের মন্তব্য ঘরে কেউ লিখেছেন, “চোখে জল এসেছে”, আবার কেউ বলেছেন, “এমন নাটক আরও চাই।”
নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। গান ‘মায়াজাল’ গেয়েছেন এবং সুর করেছেন আরফিন রুমি, গানের কথা জনি হক। চিত্রগ্রহণে ছিলেন সুমন হোসেন, সম্পাদনা করেছেন রাশেদ রাব্বি। অভিনয়ে আরও ছিলেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরীসহ অনেকে।