
আজ ৬ এপ্রিল, উদযাপিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। প্রতিবছরের মতো এবারও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
এবারের প্রতিপাদ্য— ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’।
দিনটি উপলক্ষে আজ সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে নানা আয়োজন চলছে। মূল কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টা ৪৫ মিনিটে ওসমানি স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামে শেষ হয় একটি বর্ণাঢ্য র্যালি। এরপর সেখানে সুবিধাবঞ্চিত অনূর্ধ্ব-১৭ শিশুদের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। ঢাকা মহানগরকে দুই ভাগে ভাগ করে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল হবে জাতীয় স্টেডিয়ামেই।
সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও ক্রীড়া সংস্থাগুলোর উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও প্রীতি ম্যাচের আয়োজন হয়েছে।
আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে, জাতিসংঘ ২০১৩ সালে ৬ এপ্রিলকে ‘উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ হিসেবে ঘোষণা করে। এর পেছনে ঐতিহাসিক পটভূমি হলো— ১৮৯৬ সালের ৬ এপ্রিল গ্রিসের অ্যাথেন্সে আধুনিক অলিম্পিক গেমসের উদ্বোধন।
বর্তমান সরকারের সময়ে দেশে ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে নেওয়া হয়েছে অনেক উদ্যোগ। এর মধ্যে উল্লেখযোগ্য—
-
১২৫টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন
-
আরও ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান
-
বিভাগীয়, জেলা ও ইনডোর স্টেডিয়াম নির্মাণের প্রকল্প
-
১৮টি সুইমিংপুল ও ৭টি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা
এ বছর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে দিবসের কর্মসূচিতে অংশ নিচ্ছেন।