
সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ সুতাকল মাঠে অনুষ্ঠিত হলো ‘বসুন্ধরা গ্রুপ আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল লীগের ফাইনাল’। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে আয়োজিত এই ম্যাচে জুপিটার একাদশ ১-০ গোলে ব্ল্যাক ডায়মন্ড একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
একমাত্র গোলটি করেন জুপিটার একাদশের ৯ নম্বর জার্সিধারী জিসান। খেলা উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিলটন। তিনি বলেন, “বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় তৃণমূল ফুটবলে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, “সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
খেলা শেষে সিরাজগঞ্জের ৮০’র দশকের কীর্তিমান সাবেক ফুটবলারদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আয়োজক কমিটির আহ্বায়ক আল-আমিন ও রাজিউল বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাবেক খেলোয়াড়রা বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদকসহ নানা নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে সহায়তা করে। এ ধরনের আয়োজন থেকে ভবিষ্যতে জাতীয় মানের খেলোয়াড় উঠে আসবে।”