শাকিব খানের ‘বরবাদ’ দেশজুড়ে দাপট, ঈদে ১২০ হলে একযোগে প্রদর্শন

শাকিব খানের ‘বরবাদ’ দেশজুড়ে দাপট, ঈদে ১২০ হলে একযোগে প্রদর্শন

বিনোদন

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’ ঈদ উপলক্ষে সারা দেশের ১২০টি হলে একযোগে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই ছবিটি দারুণ সাড়া ফেলেছে। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স—সবখানেই চলছে হাউসফুল শো।

নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত এই বড় বাজেটের ছবিতে শাকিবের বিপরীতে আছেন ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার নুসরাত জাহান।

শুক্রবার মাল্টিপ্লেক্সগুলোতে ‘বরবাদ’-এর ৬৬টি শো প্রদর্শিত হয়, যার প্রতিটিই ছিল হাউসফুল। অনেক হলে চলছে লেট নাইট শো পর্যন্ত। টিকিটের দাম বাড়ানো হলেও দর্শকের ভিড় থামছে না। ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে ছবিটি পেয়েছে ইতিবাচক সাড়া।

প্রেক্ষাগৃহমুখী দর্শক দেখে আশাবাদী হল মালিক ও সংশ্লিষ্টরা। শাকিব খানের ‘বরবাদ’ যেন এবার ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *