
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে স্ত্রীর পরকীয়া প্রেমিকের হুমকিতে দিশেহারা স্বামী মো. শাহআলম জীবনের নিরাপত্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার, ৫ এপ্রিল সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূঞাপুর উপজেলার নিকলা নয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মো. শাহআলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৯ বছর পুর্বে ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি এলাকার স্বপন কাজীর মেয়ের সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় তার শ্বশুর-শ্বাশুড়ি তথ্য গোপন করে তার পালিত মেয়েকে বিয়ে দেয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবন সুখের না হলেও পরিবারের কথা চিন্তা এক সাথে চলতে থাকি। এরমধ্যেই আমাদের সংসারে একটি পুত্র ও কন্যা সন্তানের জন্ম নেয়। সন্তানদের কথা ভেবে স্ত্রীর নানা অত্যাচার সহ্য করে সংসার করি।
তিনি আরো বলেন, আমি গোপালগঞ্জে একটি বেসরকারী সংস্থা (এনজিওতে) চাকুরি করার সুবাদে আমার স্ত্রী নানাজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন। প্রতিবেশীরা আমাকে পরকীয়ার নানান তথ্য দেয়। তবুও সন্তানদের কথা ভেবে স্ত্রীকে ভালোভাবে সংসার করতে বলি। পাশাপাশি স্ত্রীকে আমাদের বাড়িতে থাকার জন্য বললে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। সম্প্রতি আমার স্ত্রী ভূঞাপুর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আলমগীর হোসেনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পরেন।
ঈদের দিন আমার স্ত্রীকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাইলে তিনি নানা অশান্তির চেষ্টা করেন। এতে আমার শ্বাশুড়ীও সায় দেন। একপর্যায়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেনের সাথে ভিডিও কলে কথা বলার সময় হাতেনাতে ধরে ফেলি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করি। এরপর শুরু হয় আমার উপর নানা অত্যাচার ও অকথ্য ভাষায় গালিগালাজ। এতে ক্ষ্যান্ত হননি, ঘটনাটি পরকীয়া প্রেমিককে বললে তার পরকীয়া প্রেমিকও নানাভাবে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়াও কয়েকজন যুবকদের দিয়ে আমাকে হুমকি দেয়। পরে আমি ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়রি করি।
তিনি আরও বলেন, এছাড়াও আমার স্ত্রীর পরকীয়া প্রেমিক উপজেলা ছাত্রদলের আহবায়ক হওয়ায় দলীয় প্রভাবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমি ওই নেতার প্রভাবে রাস্তাঘাটে সঠিকভাবে চলাফেরা করতে পারছি না। যে কোন সময় তার দ্বারা আমার জীবনের চরম ক্ষতির আশঙ্কা করছি।