বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান সরকার

বিনোদন

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার। আজ দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএসে তাঁর বাসায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পাত্রীর নাম আফসানা আক্তার। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করছেন। জানা গেছে, প্রায় আট মাস ধরে শামীম ও আফসানার পরিচয়, পরে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়।

বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে শামীম লিখেছেন, “আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।”

ছবিটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই অভিনেতা। মাত্র দুই ঘণ্টায় ছবিটিতে ৩৭ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়ে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও জনপ্রিয়তা রয়েছে শামীম হাসান সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *