ঈদে সাড়া ফেলেছে ‘জংলি’, সিয়াম-বুবলীর অভিনয়ে মুগ্ধ দর্শকরা

বিনোদন

ঈদের সময় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনায় উঠে এসেছে সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত ‘জংলি’। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। চতুর্থ দিনেও হলগুলোতে দর্শকের ভিড় দেখা গেছে। দর্শকরা সিনেমাটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন, অনেকেই সামাজিক মাধ্যমে প্রশংসা করছেন ‘জংলি’কে।

সিনেমার গানও দর্শকের মন জয় করেছে। ইমরান মাহমুদুল ও কনার গাওয়া ‘বন্ধুগো শোনো’ গানটি বেশ জনপ্রিয় হয়েছে। গানটির কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটির ভিউ ইতোমধ্যে ১৬ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, হাবিব ওয়াহিদের গাওয়া ‘যদি আলো আসত’ গানটিও দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। গান দুটি প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সিয়াম আহমেদ সিনেমাটিতে একেবারেই নতুন এক চরিত্রে অভিনয় করেছেন, যা দর্শকদের ভালো লেগেছে। কেউ কেউ বলেছেন, সিয়াম তাঁর আগের ইমেজ থেকে বের হয়ে এক নতুন রূপে হাজির হয়েছেন এবং নিজেকে প্রমাণ করেছেন। বুবলীও তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কেড়েছেন। একজন দর্শক সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সিনেমাটি শুধু বিনোদন দেয়নি, ভাবতেও বাধ্য করেছে।’

সিনেমার গল্প, সংলাপ, গান, দৃশ্যায়ন—সবকিছুর মিলেই ‘জংলি’ দর্শকদের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে। তাই হলগুলোতে বাড়ানো হয়েছে সিনেমার শো। কেউ কেউ বলেছেন, ‘এই সিনেমাটি ফ্যামিলি নিয়ে দেখার মতো।’ আবার কেউ বলেছেন, ‘চোখের জল ধরে রাখতে পারিনি।’

‘জংলি’ সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, প্রার্থনা ফারদীন দীঘি প্রমুখ। প্রেম ও প্রতিশোধের গল্পনির্ভর এই সিনেমাটি ঈদের অন্যতম আলোচিত ছবি হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *