
ঈদ মানেই সালমান খানের ছবি—এটাই যেন বলিউডের রেওয়াজ। এবারও ব্যতিক্রম হয়নি। গেল রোববার মুক্তি পেয়েছে ভাইজান খ্যাত সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’, যেটি পরিচালনা করেছেন দক্ষিণী নির্মাতা এ আর মুরুগাদস। তবে ছবি ঘিরে যতটা প্রত্যাশা ছিল, বক্স অফিসে ঠিক ততটাই হতাশ করেছেন ভাইজান।
চার দিন পেরিয়ে গেলেও ‘সিকান্দার’ এখনো ১০০ কোটির ঘরে পৌঁছাতে পারেনি। ২০০ কোটি টাকার বাজেটের এই অ্যাকশন ড্রামা ছবিটি মুক্তির প্রথম দিন আয় করেছে মাত্র ২৬ কোটি। দ্বিতীয় দিন ঈদ ছিল বটে, কিন্তু ছবির আয় ছিল ২৯ কোটি—যেটা সালমান খানের আগের ঈদ রিলিজগুলোর তুলনায় অনেক কম।
এরপর অবস্থা আরও খারাপ। তৃতীয় দিনে আয় নেমে আসে ১৯.৫০ কোটিতে। আর চতুর্থ দিন তো সেই অঙ্ক অর্ধেকে নেমে দাঁড়ায় মাত্র ৯.৭৫ কোটি টাকায়। সব মিলিয়ে চার দিনে মোট আয় মাত্র ৮৪.২৫ কোটি। তুলনায় সালমানের ‘টাইগার ৩’ প্রথম তিন দিনে আয় করেছিল ১৪৮ কোটি টাকার বেশি।
ছবিতে সালমান খানের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা, আর খলনায়কের ভূমিকায় রয়েছেন দক্ষিণী তারকা সত্যরাজ। অ্যাকশন, রোমান্স, ইমোশন—সবই ছিল ছবিতে। কিন্তু তাতেও দর্শকদের হলমুখো করানো গেল না। দেশের অনেক হলে দ্বিতীয় দিন থেকেই শো বাতিল করতে হচ্ছে।
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ছবিটি যেন হাঁটছে স্পষ্ট ফ্লপের পথেই।
তবে এর থেকেও বাজে ফলাফল ছিল সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির, যেটি প্রথম তিন দিনে আয় করেছিল মাত্র ৬৮.১৭ কোটি। কিন্তু সেখানে এই ছবিতে বাজেট ছিল অনেক কম।
সব মিলিয়ে আবারও প্রশ্ন উঠছে—বলিউডের খান যুগ কি তবে শেষের পথে?