ইউটিউব ট্রেন্ডিংয়ে ঈদের গান, শীর্ষে চাঁদ মামা ও কন্যা

বিনোদন

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাগুলোর বেশ কয়েকটি গান এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে। কিছু গান শ্রোতা-দর্শকদের মন জয় করেছে, আবার কিছু গান মানুষের মুখে মুখেও ফিরছে।

শুক্রবার ৪ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত ইউটিউবের সংগীত বিভাগের ট্রেন্ডিং তালিকায় দুটি ঈদ সিনেমার গান শীর্ষ দুই স্থানে রয়েছে।

সবচেয়ে উপরে রয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার গান চাঁদ মামা। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দোলা। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান।

দ্বিতীয় স্থানে রয়েছে কামরুজ্জামান রোমান পরিচালিত জ্বীন ৩ সিনেমার গান কন্যা। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, গেয়েছেন ইমরান মাহমুদুল ও কণা। সিনেমাটিতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল।

এই দুটি গানই ইউটিউব ট্রেন্ডিংয়ের সেরা দশে স্থান পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *