শাকিব খানের সঙ্গে নুসরাত জাহানের নতুন চমক আসছে সিনেমা‘চাঁদমামা’!

শাকিব খানের সঙ্গে নুসরাত জাহানের নতুন চমক আসছে সিনেমা ‘চাঁদমামা’!

বিনোদন শিল্প-সাহিত্য

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’-এর আইটেম গানে নাচতে দেখা যাবে টালিউড অভিনেত্রী নুসরাত জাহানকে। এর আগে শাকিবের সঙ্গে নুসরাতের বান্ধবী মিমি চক্রবর্তী ‘দুষ্টু কোকিল’ হয়ে বাজিমাত করেছিলেন। এবার সেই ধারায় যোগ দিলেন নুসরাত।

শাকিবের জন্মদিন (২৮ মার্চ) ও ঈদকে (৩১ মার্চ) সামনে রেখে ‘চাঁদমামা’ শিরোনামের গানটির টিজার প্রকাশ পেয়েছে। এতে শাকিব ও নুসরাতের রোমান্টিক পারফরম্যান্সে মুগ্ধ ভক্তরা। ভারতের মুম্বাইয়ে চিত্রায়িত ‘বরবাদ’ সিনেমাটি ‘তুফান’-এর দ্বিগুণ বাজেটে নির্মিত হয়েছে বলে জানা গেছে।

সিনেমায় শাকিবের বিপরীতে মূল চরিত্রে রয়েছেন ইধিকা পাল, তবে বিশেষ চমক হিসেবে থাকছেন নুসরাতের এই আইটেম সং। এর আগে ‘নকাব’ সিনেমায় জুটি বেঁধেছিলেন শাকিব-নুসরাত, যা দর্শকরা বেশ পছন্দ করেছিলেন।

শুটিং শেষে নুসরাত বলেন, “একটি ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় দারুণ। শাকিব খানের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ, বাকিটা দেখার জন্য অপেক্ষা করুন।”

‘চাঁদমামা’ গানটি কি হবে ঈদের নতুন হিট? সেটি জানা যাবে খুব শিগগিরই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *