ফিফা ক্লাব বিশ্বকাপে রেকর্ড পুরস্কার, চ্যাম্পিয়ন পাবে ১২৫ মিলিয়ন ডলার

ফিফা ক্লাব বিশ্বকাপে রেকর্ড পুরস্কার, চ্যাম্পিয়ন পাবে ১২৫ মিলিয়ন ডলার

খেলা

আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ১২৫ মিলিয়ন ডলার পুরস্কার। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই আসরের জন্য গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলিয়ে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা।

বুধবার (২৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

ফিফার ঘোষিত পুরস্কার কাঠামো অনুযায়ী, ৪৭৫ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে পারফরম্যান্সভিত্তিক পুরস্কারের জন্য, আর ৫২৫ মিলিয়ন ডলার দেওয়া হবে অংশগ্রহণ ফি হিসেবে। এছাড়া, বিশ্বব্যাপী ক্লাব ফুটবলের উন্নয়নে ২৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।

১৩ জুন থেকে ১৪ জুলাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ৩২টি ক্লাব অংশ নেবে, যা ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *