
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। বৃহস্পতিবার থেকেই খেলোয়াড়রা ছুটিতে যাচ্ছেন।
বিমানবন্দরে পরিবারের সঙ্গে দেখা করে ঢাকার বাসায় যান হামজা চৌধুরী। এরপর সকালে লন্ডনের ফ্লাইট ধরেছেন শেফিল্ডের হয়ে ধারে খেলা এই মিডফিল্ডার। জাতীয় দলের বাকি খেলোয়াড়রাও ছুটিতে গেছেন।
দেশের ঘরোয়া ফুটবল ১১ এপ্রিল থেকে শুরু হবে, তাই ঈদের ছুটি কাটিয়ে এর আগেই সবাই ঢাকায় ফেরার কথা রয়েছে।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। বাফুফে চায় ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে, যদিও সংস্কারকাজ এখনো চলছে। এরপর ১৮ অক্টোবর ঢাকায় ভারতের বিপক্ষে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।