
ছোটপর্দা থেকে চলচ্চিত্রে এসে বাজিমাৎ করেছেন আফরান নিশো। এবার ঈদে মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় সিনেমা দাগি, যেখানে নতুন চমক হিসেবে নিজের কণ্ঠেই শিরোনাম সংগীতে গান গেয়েছেন তিনি।
২৬ মার্চ প্রকাশিত এই গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। নিশোর মতে, প্রযোজক শাহরিয়ার শাকিল গানটির ডেমো শোনানোর পর চরিত্রের সঙ্গে মিলে যাওয়ায় তিনিও কণ্ঠ দিতে রাজি হন।
শিহাব শাহীন পরিচালিত দাগি-তে নিশোর বিপরীতে রয়েছেন তমা মির্জা। এছাড়াও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে। গেল বছরের সুপারহিট সুড়ঙ্গ-এর পর নিশো-তমা জুটি আবারও পর্দায় ফিরছেন এই সিনেমায়।