
টালিউড তারকা জিৎ ও স্বস্তিকা মুখোপাধ্যায় এক সময়ের জনপ্রিয় জুটি। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে জড়ান তারা। তবে সম্পর্ক বেশি দিন টেকেনি, দুজনেই আলাদা হয়ে যান।
সম্প্রতি ফিল্মফেয়ার বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, তাদের বিচ্ছেদে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল তার বোন ও মেয়ে। বোন অঝোরে কেঁদেছিল, আর মেয়ে এখনো মায়ের সিদ্ধান্তের জন্য তাকে দোষারোপ করে।
তিনি মজার ছলেই বলেন, “আমার মেয়ে বলে, জিৎ এত সুপুরুষ, তুমি কেন তাকে ছাড়লে? এটা আমি মেনে নেব না!”
তবে বিচ্ছেদের পরও জিৎ-স্বস্তিকা একে অপরকে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। জিৎ পরে সংসার পাতলেও স্বস্তিকা আর বিয়ে করেননি।