
শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘বরবাদ’ থেকে ১২ মিনিটের দৃশ্য কর্তন করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেতে দেরি হওয়ায় সিনেমাটির ঈদে মুক্তি অনিশ্চয়তায় পড়েছিল, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমোদন পেয়েছে সিনেমাটি।
সেন্সর বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ মার্চ ছবিটি জমা দেওয়া হয়। তবে ভয়ংকর গলা কাটার দৃশ্যসহ অতিরিক্ত সহিংসতার কারণে ১২ মিনিট কেটে ২৫ মার্চ সিনেমাটির মুক্তির অনুমতি দেওয়া হয়। এর ফলে আসন্ন ঈদুল ফিতরে ‘বরবাদ’ মুক্তির আর কোনো বাধা নেই।
এদিকে, ঈদেই মুক্তি পাচ্ছে শাকিব খানের আরেকটি সিনেমা ‘অন্তরাত্মা’, যা ২৪ মার্চ ছাড়পত্র পেয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।
সোহানী হোসেনের মূল গল্পে এবং ফেরারী ফরহাদের চিত্রনাট্যে নির্মিত ‘অন্তরাত্মা’ সিনেমায় আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ প্রমুখ।