টাঙ্গাইলে মানবতার কল্যাণে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ

টাঙ্গাইল সদর সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মানবতার কল্যাণে প্রতিবন্ধী কিছু মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মানবতার কল্যাণে অগ্রগামী সেচ্ছাসেবী সংস্থা তাসিন ফাউন্ডেশন ও মানুষের কল্যাণে মানুষ এর যৌথ উদ্যোগে সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ২৫ মার্চ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) মোঃ ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মানুষের কল্যাণে মানুষ সংস্থার সাধারণ সম্পাদক নাফিসা তাবাসসুম খানসহ অন্যান্য সুধীজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সহসভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল)।

এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েকজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। ইতিপূর্বেও বেশ কয়েকবার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের এই সংস্থার পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে ভালো লাগে। এই ভালো লাগা থেকেই মানুষের কল্যাণে মানুষ সংস্থার যাত্রা শুরু হয়েছে। প্রতিটি ভালো কাজের জন্য অনুপ্রেরণা পাই আমার পরিবারের অভিভাবক আমার শ্বশুর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি বুলবুল খান মাহবুব এর কাছ থেকে। আমার স্বামী সুমন খান মাহবুব আমার প্রতিটি কাজে উৎসাহ ও প্রেরণা জোগায়। আমাদের সংস্থার সাথে সম্পৃক্ত প্রত্যেকেই প্রতিটি ভালো কাজে সহযোগিতা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *