ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা ‘অন্তারাত্মা’

বিনোদন

শাকিব খান অভিনীত সিনেমা ‘অন্তারাত্মা’ আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। সোমবার (২৪ মার্চ) সিনেমাটি সেন্সর সার্টিফিকেট হাতে পায় এবং বর্তমানে সিনেমা হল বুকিং ও পোস্টার তৈরির কাজ চলছে। এই তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা ওয়াজেদ আলী সুমন।

নির্মাতা জানান, “আমরা এরই মধ্যে সিনেমাটি মুক্তির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আজ সন্ধ্যায় টিজার প্রকাশের পরিকল্পনা রয়েছে। পোস্টারও সামনে আসবে এবং গান ও ট্রেলার কালকের মধ্যে মুক্তি পাবে।”

এছাড়া, ‘অন্তারাত্মা’ সিনেমাটি মুক্তির জন্য ইতোমধ্যে ত্রিশটিরও বেশি সিনেমা হল থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

২০২১ সালে শাকিব খানের অভিনয়ে ‘অন্তারাত্মা’ সিনেমার শুটিং শুরু হয় এবং সে বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল বলে জানান নির্মাতা। শুটিং শেষে গত রবিবার (২৩ মার্চ) সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড-এ প্রদর্শিত হয় এবং ছাড়পত্র পেয়ে বর্তমানে ঈদে মুক্তির প্রস্তুতি চলছে।

এদিকে, ‘অন্তারাত্মা’ সিনেমার সঙ্গে ঈদে মুক্তির আলোচনায় থাকা শাকিব খানের অন্য সিনেমা ‘বরবাদ’ এখনও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পায়নি।

‘অন্তারাত্মা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। সিনেমাটির মূল গল্প লিখেছেন সোহানী হোসেন, এবং চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন এবং মারুফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *