মায়ের প্রথম মৃ'ত্যুবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ অভিনেত্রী পূজা চেরির

মায়ের প্রথম মৃ’ত্যুবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ অভিনেত্রী পূজা চেরির

বিনোদন

ঢালিউড অভিনেত্রী পূজা চেরির মা ঝরনা রায় গত বছরের মার্চ মাসে না ফেরার দেশে চলে যান। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। মাকে হারানোর এক বছর পরও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি পূজা। রোববার রাতে সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পোস্টে পূজা লিখেছেন, “মা, কেমন আছো তুমি? তোমাকে দেখি না ৩৬৫ দিন হয়ে গেল। সময় কীভাবে চলে গেল বুঝতেই পারিনি। বুকের ভেতর সবসময় যেন একটা ভারী পাথর চেপে থাকে।”

তিনি আরও লেখেন, “সবাই বলে আমি খুব স্ট্রং, কিন্তু তারা জানে না আমি ঠিক তোমার মতোই। তুমি ছাড়া জীবনটা কতটা বেদনাদায়ক, সেটা কেবল মা-হারা মেয়েরাই বোঝে। যদি পরের জন্ম বলে কিছু থাকে, আমি যেন আবার তোমার মেয়ে হয়ে জন্ম নিই।”

শোবিজ ক্যারিয়ারের শুরু থেকেই পূজার পাশে ছিলেন তার মা। মেয়ের প্রতিটি সাফল্যে আনন্দে ভেসে যেতেন তিনি। তাই আজও মায়ের শূন্যতা তাকে কষ্ট দেয়। মায়ের উদ্দেশে পূজা লেখেন, “ওপারে ভালো থেকো, মা। দেখা হবে তো অবশ্যই, প্রস্তুত থেকো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *