
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে জার্মানি, ফ্রান্স, স্পেন এবং পর্তুগাল। ২৩ মার্চ রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচেই উত্তেজনা ছিল তুঙ্গে।
হাইভোল্টেজ ম্যাচে ইতালিকে বিদায় করে সেমিফাইনালে পা রেখেছে জার্মানি। প্রথম লেগে ২-১ ব্যবধানে জয় পাওয়ার পর, ফিরতি লেগে ৩-৩ সমতা হলেও প্রথম লেগের ফলাফলের কারণে ৫-৪ ব্যবধানে জয়ী হয় জার্মানি।
পর্তুগাল ডেনমার্ককে ১২০ মিনিটের লড়াইয়ে ৫-২ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। প্রথম লেগে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও, ঘরের মাঠে ক্রিস্টিয়ানো রোনালদো ও ফ্রান্সিসকো ট্রিনকাওয়ের দুর্দান্ত পারফরম্যান্সে পর্তুগাল জিতেছে।
ফ্রান্সও বড় এক লড়াইয়ের পর ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
স্পেন, নেদারল্যান্ডসের সাথে ৩-৩ সমতা থাকার পর টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পেয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।
সেমিফাইনালে জার্মানি মোকাবেলা করবে পর্তুগাল, আর ফ্রান্সের প্রতিপক্ষ হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচ দুটি ৫ ও ৬ জুন মিউনিখ এবং স্টুটগার্টে অনুষ্ঠিত হবে।