
এবারের ঈদে শাকিব খানের ‘বরবাদ’ ছবির মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ছবিটি এখনও সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি, কারণ বিদেশি কলাকুশলীদের শুটিংয়ের জন্য মন্ত্রণালয়ের অনুমতি মেলেনি। নির্মাতা মেহেদী হাসান হৃদয় আশাবাদী, আশা করছেন ছবিটি ঈদে মুক্তি পাবে।
তবে, ‘বরবাদ’-এর মুক্তি না হলে শাকিব খানের ‘অন্তরাত্মা’ ছবিটি মুক্তি পেতে পারে, কারণ এটি ইতোমধ্যেই সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে।
এদিকে, শাকিব খান আজ থেকে ‘তাণ্ডব’-এর শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন, যা ঈদের ছুটির পর পুনরায় শুটিং হবে।