
জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান গত বছর এক অপ্রীতিকর ঘটনার মুখে পড়েন, যখন তার অপ্রস্তত অবস্থায় থাকা একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সাদিয়া দাবি করেন, এক সাংবাদিক তার অনুমতি ছাড়া ভিডিওটি ধারণ করে তা প্রকাশ করেন।
এ বিষয়ে সাদিয়া বলেন, “এটা ছিল একদমই অন্যায়।” তিনি আরও জানান, “দর্শকদের থেকে সহায়তা পেলেও, মিডিয়ার অনেক সহকর্মী তখন পাশে দাঁড়াননি।”
ভিডিও ছড়িয়ে পড়ার পর, সাদিয়া নিজেকে পজিটিভভাবে প্রস্তুত করেন, তবে সাংবাদিকের আচরণ তাকে বুলিংয়ের মুখে ফেলেছিল। সাদিয়া মনে করেন, এই বিষয়টি নিয়ে কথা বলা জরুরি ছিল।
সাদিয়ার অভিনয় ক্যারিয়ার শুরু হয় নাটক ‘টু বি ওয়াইফ’ দিয়ে, এবং এরপর বিভিন্ন নাটক, বিজ্ঞাপন ও ওয়েব ফিল্মে তার অভিনয় প্রশংসিত হয়।