অবসরের পথে ক্রিকেটার অলক কাপালি তবে এখনও থামছেন না

অবসরের পথে ক্রিকেটার অলক কাপালি তবে এখনও থামছেন না

খেলা

বাংলাদেশ ক্রিকেটের সোনালি প্রজন্মের অলরাউন্ডার অলক কাপালি এখনও ২২ গজে লড়াই চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলছেন তিনি। পাঁচ ম্যাচে ব্যাট হাতে ১৮*, ৯*, ৩০, ৩৩ ও ৩১ রান করার পাশাপাশি নিয়েছেন ৬ উইকেট।

গত মৌসুমেই অবসরের পরিকল্পনা ছিল তার, কোচিং ক্যারিয়ার শুরু করার কথাও ভাবছিলেন। তবে ক্লাবের অনুরোধে আরও এক মৌসুম খেলছেন।

এবার সত্যিই কি শেষ? এমন প্রশ্নে অলক বলেন, ‘গত বছরই শেষ করতে চেয়েছিলাম, কিন্তু খেলা চালিয়ে যেতে হলো। এবার খেলা শেষ হোক, তারপর দেখা যাবে।’

অর্থাৎ অবসর এখনো নিশ্চিত নয়, তবে কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *