
তুফানের পর আবারও জুটি বাঁধছেন শাকিব খান ও রায়হান রাফি। আগামীকাল ২৪ মার্চ রাজধানীতে শুরু হচ্ছে তাদের নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং, যেখানে প্রথম দিন থেকেই থাকবেন শাকিব।
পরিচালক রায়হান রাফি জানান, “সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার শুটিংয়ের পালা। ঈদের আগে টানা কাজ চলবে, পরে আবার শুরু করব।”
‘তাণ্ডব’-এ অ্যাকশন, ড্রামা, পলিটিক্যাল থ্রিলার ও রোমান্স—সবকিছুই থাকবে। শাকিবকে এক নতুন লুকে দেখবেন দর্শক, যার এক ঝলক প্রকাশ পাবে তার জন্মদিনে।
শাকিবের বিপরীতে নায়িকা কে থাকছেন, তা ঈদের পর জানানো হবে। এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিনেমাটি কোরবানি ঈদে মুক্তি পাবে।