ঈদ স্পেশাল ইত্যাদিতে অভিনেতা তৌসিফ-ও চিত্রনায়িকা বুবলীর নাচ ও গান

ঈদ স্পেশাল ইত্যাদিতে অভিনেতা তৌসিফ-ও চিত্রনায়িকা বুবলীর নাচ ও গান

বিনোদন

সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরতে এবারের ঈদ স্পেশাল ইত্যাদিতে থাকছে বিশেষ আয়োজন। সমসাময়িক প্রসঙ্গ ও সামাজিক ব্যঙ্গবিদ্রুপ তুলে ধরতে তৈরি করা হয়েছে একটি বিশেষ দলীয় সংগীত, যেখানে অংশ নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও চিত্রনায়িকা শবনম বুবলী।

গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন করেছেন মেহেদি, আর কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া। নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্য পরিচালক মামুন।

ফাগুন অডিও ভিশন জানায়, শিল্পীরা শত ব্যস্ততার মাঝেও নিয়মিত মহড়ায় অংশ নিয়েছেন এবং পরিবেশনাটি দর্শকদের বিশেষ আনন্দ দেবে।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, আর স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *