
বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আড়াই মিনিটের এই ট্রেলারে উঠে এসেছে সাধারণ এক সরকারি চাকরিজীবীর জীবনের নাটকীয় পরিবর্তনের গল্প।
জয়া আহসান সিরিজে অভিনয় করেছেন রুনা লায়লা চরিত্রে, যিনি হিসাবহীন অর্থের লোভে জড়িয়ে পড়েন রহস্যময় ঘটনাপ্রবাহে। ট্রেলারে তার সঙ্গে দেখা গেছে ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদারসহ আরও অনেককে।
চরিত্র প্রসঙ্গে জয়া বলেন, “চ্যালেঞ্জিং চরিত্র সবসময় আমার পছন্দ। রুনার চরিত্রেও সেই চ্যালেঞ্জ ছিল। পরিচালক নিপুণের নির্দেশনা মেনে কাজ করেছি, এখন দর্শক বলবে কেমন লাগলো।”
ইরেশ যাকের তার চরিত্র নিয়ে রহস্য রেখে বলেন, “এখন কিছু বলতে চাই না, দর্শক সিরিজ দেখলেই বুঝবে। তবে পরিচালক নিপুণের কাজে চোখ বন্ধ করে ভরসা করা যায়।”
শাহরিয়ার নাজিম জয় এই সিরিজে নিজের চরিত্রকে ক্যারিয়ারের অন্যতম সেরা বলেও উল্লেখ করেছেন।
ঈদ উপলক্ষে ২৮ মার্চ থেকে হইচই-তে দেখা যাবে ‘জিম্মি’।