
এবারের আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ হয়নি, তবে শুক্রবার ভক্তদের একটি সুখবর দেন তাসকিন আহমেদ। তিনি জানান, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তার সঙ্গে যোগাযোগ করেছে এবং কোনো ক্রিকেটারের রিপ্লেসমেন্ট প্রয়োজন হলে তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
তবে শেষ মুহূর্তে তাসকিনকে বাদ দিয়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পেসার মহসিন খানের পরিবর্তে শার্দুল ঠাকুরকে দলে ভিড়িয়েছে।
শার্দুলকে ২ কোটি রুপির বেজ প্রাইজে সই করানো হয়েছে। এছাড়া স্কোয়াডে আছেন শামার জোসেফ, রাজবর্ধন হাঙ্গারগেকার, প্রিন্স যাদব এবং স্পিনার রবি বিষ্ণোই ও শাহবাজ আহমেদ।