
আইসিসির অনুমতি পাওয়ার পরই আইপিএলে ফেরার তোড়জোড় শুরু করেছেন সাকিব আল হাসান। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, তিনি ইতোমধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
এই দলগুলোর স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল হওয়ায় সাকিব সেখানে সুযোগ খুঁজছেন। ফ্র্যাঞ্চাইজিগুলোও তাকে আশ্বাস দিলেও, যেহেতু নিলামে দল পাননি, তাই এখনই খেলা সম্ভব নয়। কোনো খেলোয়াড় চোট পেলে বদলি হিসেবে সুযোগ পেতে পারেন তিনি।
এর আগে, বোলিং অ্যাকশনের ত্রুটি সংশোধনে দুইবার ব্যর্থ হয়ে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এখন তিনি আবারও অলরাউন্ডার হিসেবে খেলতে পারবেন।
সাকিব বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন। জাতীয় দলে ফেরা অনিশ্চিত হলেও, ফ্র্যাঞ্চাইজি লিগে ফেরার চেষ্টায় আছেন তিনি।