
ঈদে বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের। তার প্রথম সিনেমা ‘বরবাদ’-এ প্রধান চরিত্রে আছেন শাকিব খান।
হৃদয় জানান, ভালো কিছু উপহার দিতেই সময় নিয়েছেন। গল্পের প্রয়োজনে শাকিব খানকে নিয়েছেন, আর তিনি পছন্দও করেছেন।
সিনেমাটি রোমান্স, অ্যাকশন, ড্রামা ও বিনোদনে ভরপুর হবে বলে জানান তিনি। ইতিমধ্যে কাজ শেষ, কিছু সংশোধনের পর সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।