ঈদের ছবি ‘জংলি’র নতুন গান ‘বন্ধু গো শোনো’ প্রকাশিত

ঈদের ছবি ‘জংলি’র নতুন গান ‘বন্ধু গো শোনো’ প্রকাশিত

বিনোদন

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা জংলি-এর নতুন গান ‘বন্ধু গো শোনো’ প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ, যিনি নব্বইয়ের দশক থেকে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন।

গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। ভিডিওতে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর রোমান্স চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে।

নস্টালজিয়ায় ভাসছেন সিয়াম আহমেদও। তিনি বলেন, “আমি আর বুবলী নাইন্টিজ কিড, আমাদের শৈশবের সেই সময়ের আবহ ফিরে এসেছে এই গানে। প্রিন্স মাহমুদের সুরে নাইন্টিজের প্রেমের গানকে নতুন করে পাওয়া দারুণ ব্যাপার।”

জংলি সিনেমার সবগুলো গানের সুর করেছেন প্রিন্স মাহমুদ। এর আগে তাহসান খান ও আতিয়া আনিসার কণ্ঠে প্রথম গান ‘জনম জনম’ প্রকাশিত হয়।

এম রাহিম পরিচালিত জংলি সিনেমায় আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *