
শনিবার, ২২ মার্চ, মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আর্জেন্টিনা। ডিয়েগো আলমাদা ৬৮ মিনিটে দুরপাল্লার শটে একমাত্র গোলটি করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।
ইনজুরির কারণে মেসি, দিবালা এবং লাউতারো মার্টিনেজ ছাড়া মাঠে নামে আর্জেন্টিনা, তবে দলের সামগ্রিক পারফরম্যান্স ছিল শক্তিশালী। উরুগুয়ে ম্যাচে বল পজিশনে আধিপত্য বিস্তার করলেও আক্রমণে আর্জেন্টিনা আরও কার্যকরী ছিল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৮ মিনিটে আলমাদার গোলটি ম্যাচের একমাত্র গোল হয়ে দাঁড়ায়।
এই গোলটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ২০০০তম গোল হিসেবে রেকর্ড হয়েছে, এমনটি জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন। তবে, খেলার শেষের দিকে আর্জেন্টিনার উইঙ্গার নিকো গঞ্জালেস লাল কার্ড দেখেন। উরুগুয়ের এক খেলোয়াড়ের মুখে লাথি মারার কারণে রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে।
এই জয়ে আর্জেন্টিনা ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের শীর্ষে রয়েছে। বাকি পাঁচ ম্যাচে মাত্র একটি পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত হবে।
ইকুয়েডর ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল তৃতীয় এবং ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে উরুগুয়ে।