
UEFA নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আজ রাতে। এই মৌসুমের শেষ আটে ২০ মার্চ বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে একযোগে মাঠে নামবে চারটি দল।
ইতালি নিজেদের মাঠে জার্মানির বিরুদ্ধে খেলবে, কিন্তু ইতালি স্ট্রাইকার মাতেও রেতেগি ইনজুরির কারণে ছিটকে গেছেন। জার্মানি তাদের দুর্দান্ত ফর্ম ধরে রাখতে চাইবে। অন্যদিকে, স্পেন নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে, যেখানে রোজা রেখে খেলতে কোনও আপত্তি নেই স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের।
আরও দুটি ম্যাচে ক্রোয়েশিয়া-ফ্রান্স ও ডেনমার্ক-পর্তুগাল মুখোমুখি হবে। পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে ডেনমার্ককে হারিয়ে সেমিফাইনালে এক পা রাখতে চাইবে।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ২৩ মার্চ। সেমিফাইনাল হবে ৪ ও ৫ জুন এবং ফাইনাল ৮ জুন।